25 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর


বিএনএ, ঢাকা: বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সচিব মো. জাহাঙ্গীর আলমকে । রোববার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জাহাঙ্গীর আলম পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। এ ছাড়া সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ