29 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে দ্বিতীয় ধাপের গণটিকাদান শুরু

চট্টগ্রামে দ্বিতীয় ধাপের গণটিকাদান শুরু

১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও করোনা টিকা নিতে পারবে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে দ্বিতীয় ধাপের শুরু হয়েছে করোনার গণটিকাদান কার্যক্রম। দ্বিতীয় ধাপে সাড়ে তিন লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নির্ধারিত বুথ ও কেন্দ্রগুলোতে এ টিকাদান শুরু হয়। যা আজ বিকাল ৩টা পর্যন্ত চলবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গণটিকার আওতায় উপজেলা পর্যায়ে ২শ’ ইউনিয়নে ২য় ডোজ দেওয়া হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে দেড় হাজার জন টিকা পাবেন। নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না। টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা কার্ড অবশ্যই সঙ্গে নিতে হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর গণটিকাদান কার্যক্রমে নগর ও উপজেলায় ৩ লাখ ৪৭ হাজার ৪১৮ জনকে সিনোফার্মের ১ম ডোজ টিকা দেওয়া হয়। এর মধ্যে মহানগর এলাকায় ৬০ হাজার ৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৭১৬ জন ১ম ডোজ টিকা পেয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ