32 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ছাগলনাইয়ায় র‌্যালী ও আলোচনা সভা

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ছাগলনাইয়ায় র‌্যালী ও আলোচনা সভা

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ছাগলনাইয়ায় র‌্যালী ও আলোচনা সভা

বিএনএ, ফেনী : পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়ার কলেজ রোড কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির আহবায়ক মাওলানা আলমগীর ফরায়েজির সভাপতিত্বে ও জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নুরুন নবী রহমানী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম রেজভী,
ইসলামী ফ্রন্ট ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী, বাংলাদেশ যুব হিজবুল্লাহ ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম, রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দার, নিজপানুয়া দরবার শরীফের সাজ্জাদানশীল নায়েব সৈয়দ সাইফুর রেজা প্রমূখ।

মিলাদ মাহফিল পরিচালনা করেন নিজপানুয়া দরবার শরীফের প্রতিনিধি মাওলানা শরীফ উল্লাহ নূরী ও দোয়া পরিচালনা করেন গাউছিয়া কমিটির ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা অজিহ উল্লাহ।

এ সময় বক্তারা বলেন, আইয়্যামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এ মহা মানব। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ