18 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে নালায় পড়ে ‘নিখোঁজ’ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নালায় পড়ে ‘নিখোঁজ’ শিশুর মরদেহ উদ্ধার

শিশু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ থাকা ১৮ মাস বয়সী শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা সোমবার (২৮ আগস্ট) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে।

রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকার নালায় ডুবে শিশুটি নিখোঁজ হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা বলেন, বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। সকালে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন।

শিশু ইয়াছিনের মরদেহ

এর আগে গত ৭ আগস্ট চট্টগ্রামের নন্দীরহাট এলাকায় জলাবদ্ধ সড়কের পাশের ড্রেনে পড়ে মৃগী রোগাক্রান্ত এক কলেজছাত্রীর মৃত্যু হয়। তারও আগে ২০২১ সালের ২৫ আগস্ট নগরীর মুরাদপুরে জলাবদ্ধ সড়কের পাশের উন্মুক্ত নালায় তলিয়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনো তার কোনো সন্ধান মেলেনি। এর প্রায় এক মাস পর ওই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে নগরের আগ্রাবাদ এলাকায় বাসায় ফেরার পথে নালায় পড়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ছাত্রী সেহেরীন মাহমুদ সাদিয়া। একই বছর নালায় পড়ে নগরীর ষোলশহর এলাকায় এক শিশু ও ২ নং গেইট এলাকায় সিএনজি অটোরিকশাসহ নালায় পড়ে দুই নারীর মৃত্যু হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ