30 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ইভিএমে কারচুপি হয় এটা কথার কথা: কমিশনার রাশিদা

ইভিএমে কারচুপি হয় এটা কথার কথা: কমিশনার রাশিদা

কমিশনার রাশিদা

বিএনএ ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হয়, এমন প্রমাণ কেউ দিতে পারেনি। এটা কেবল কথার কথা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা।

রোববার (২৮ আগস্ট) খুলনা দীঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রাশিদা সুলতানা বলেন, কমিশন সুন্দর একটা ইলেকশন করতে পারবে-এটা নিশ্চিত হয়েই ইভিএমে ভোটের সিদ্ধান্ত নিয়েছে। যে অভিযোগ আসছে এগুলো নিয়ে কেউ এ পর্যন্ত কমিশনের সামনে আসে নাই। ধরিয়ে দেয়া যে, এইভাবে কারচুপিটা হচ্ছে। এইটা কিন্তু কথার কথা। কেউ কিন্তু প্রমাণ আমাদের কাছে দেয় নাই।

রাশিদা সুলতানা বলেন, সর্বোচ্চ ১৫০টা আসনে ইভিএম ব্যবহার করা হবে। হয়তো ১৫০টা নাও হতে পারে। সবকিছু সক্ষমতার ওপর নির্ভর করবে। প্রক্রিওর যদি করতে না পারি, এক্সিসটিং যা আছে সেটার মধ্যেই হয়তো হবে।

কমিশনার বলেন, কমিশন মনে করছে এইরকম একটা পর্যায়ে ইভিএম ব্যবহার করলে, আসলে কোথায় কী মেকানিজমটা হচ্ছে, কেন অভিযোগ আসতেছে সেটা প্রমাণ হয়ে যাবে।

কোনো দল নির্বাচনে আসা-না-আসা তাদের ইচ্ছাধীন ব্যাপার উল্লেখ করে রাশিদা সুলতানা বলেন, তবে হ্যাঁ, কমিশন চায় সব দল মিলে প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিনিধিত্বমূলক ইলেকশনটা হোক।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ