27 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » নভেম্বরে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

নভেম্বরে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো


বিএনএ ডেস্ক : তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২২ আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানকে সামনে রেখে ইসাব ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যৌথভাবে  শনিবার(২৭ আগস্ট) রাজধানীতে মিট দ্যা প্রেসের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘দেশের অধিকাংশ অগ্নি বিপর্যয়ের কারণ উদীসনতা ও বিচক্ষণতার অভাব।’

ইসাবের পক্ষ থেকে জানানো হয়, এই এক্সপোতে তিনটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শিত করা হবে, যার মধ্যে থাকছে ফায়ার সেফটি সলিউশন, সিকিউরিটি সলিউশন ও অটোমেশন। এই মেলায় ২৬টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও চারটি সমসাময়িক বিষয়ে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ