19 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

সৌদিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সৌদিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব ২৩ দল।

সাইতামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া খেলার ১৩ মিনিটে কর্নার থেকে মাতেউস কুনিয়ার হেডে এগিয়ে যায় ব্রাজিলই। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি সৌদি আরব। ২৬ মিনিটে কর্নার থেকে সৌদি ডিফেন্ডার আল-আমরির হেড জড়িয়ে যায় ব্রাজিলের জালে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। যদিও প্রথমার্ধে তিনটি সুযোগ নষ্ট করে ব্রাজিল।

৬৬ মিনিটে রিশার্লিসনের হেডে ফের এগিয়ে যায় ব্রাজিল। ৮৯তম মিনিটে জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পাননি রিশার্লিশন। যোগ করা সময়ে রেইনারের বাড়ানো বল খুব কাছ থেকে জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন এভারটনের এই ফরোয়ার্ড। আসরে এটি তার পঞ্চম গোল।

এদিকে দিনের অপর খেলায় কোত দি ভোয়ার বিপক্ষে ১-১ ড্র করে ছিটকে গেছে গতবারের রুপাজয়ী জার্মানি। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৭; এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে কোত দি ভোয়া।

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে জার্মানি এবং তিন ম্যাচে জয়হীন থেকে সৌদি আরব বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ