21 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় উচ্ছেদ অভিযান

আনোয়ারায় উচ্ছেদ অভিযান


বিএনএ, আনোয়ারা : যানজট নিরসনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময়  চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য আবুল মনছুর, রাশেদ নেওয়াজ ছোট্টো প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকানপাট গড়ে তোলায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সতর্কতা হিসেবে একজনকে ৫শ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কঠোর পদেক্ষেপ নেয়া হবে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ