বিএনএ, ঢাকা: রাজধানীর রামপুরা বনশ্রী ব্লক- সি এলাকায় পিকআপ ভ্যান ধাক্কায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন (৩১) নামে এক যুবক নিহত হয়েছে।শুক্রবার(১৪ মার্চ)সকাল ৬টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই ইমরান হোসেন জানান, আমার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।রাতে তার বন্ধুকে হাসপাতালে রেখে বাসায় ফেরার পথে রাত দেড়টার দিকে উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত দেলোয়ার গ্রামে বাড়ি, যশোর জেলার শরশা উপজেলার এলাকার জাকির হোসেনের ছেলে। বর্তমানে দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া এলাকায় থাকতেন। তিনি এক মেয়ের জনক ছিলেন । এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
বিএনএ/ আজিজুল