33 C
আবহাওয়া
৩:৩৭ অপরাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসী উদ্ধার


বিএনএ, বিশ্বডেস্ক : লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ১৭৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। উদ্ধারকৃতরা বাংলাদেশ, ইরিত্রিয়া, মিশর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

রোববার (২৭ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে দু’জন অভিবাসীর মরদেহও উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র মোহামেদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিোল। এ সময় তাদের নৌকা ভেঙ্গে গেলে সেটি ডুবে যেতে থাকে। সংকেত পেয়ে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
গত দুই দিনে ভূমধ্যসাগর থেকে এতো বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত শুক্রবার টিউনিশিয়ার নৌবাহিনীর সদস্যরা ভূমধ্যসাগর থেকে ২৬৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তাদের বেশিরভাগ বাংলাদেশের নাগরিক বলে জানায় কর্তৃপক্ষ।

জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসেন অসংখ্য শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 111 


শিরোনাম বিএনএ