31 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৩
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফেনীতে নানা আয়োজন

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফেনীতে নানা আয়োজন

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফেনীতে নানা আয়োজন

বিএনএ, ফেনী: বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ফেনী জেলা প্রশাসন উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) সকলে ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যেগে পুরষ্কার বিতরণী, আলোচনা সভা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান, জেলা সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালি করা হয়।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন,বিএম

Total Viewed and Shared : 1110 


শিরোনাম বিএনএ