31 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৩
Bnanews24.com
Home » কক্সবাজারে বিজিবির অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বিজিবির অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারে বিজিবির অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির বাইশফাঁড়ী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে পাচারকারীদের ফেলে যাওয়া ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (২৮ মে) মধ্যরাতে কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় বাইশফাঁড়ী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ৩নং ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক রাত ১২ টা ২০ মিনিটের সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Total Viewed and Shared : 183 


শিরোনাম বিএনএ