35 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রিন্সিপাল আটক 

ধামরাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রিন্সিপাল আটক 


বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজাপুর “ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের” প্রিন্সিপাল খায়রুল বাশারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করে ওই কলেজের অধ্যক্ষ। আর এই ধর্ষণের ঘটনা সত্যতা স্বীকার করেন ভুক্তভোগী ছাত্রীর মা। পরে ভুক্তভোগী ছাত্রীর মা ঘটনাটি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম খানেক জানাবেন বলে জানান।

চৌহাট ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মহসিন খান ডাবলু বলেন, ধর্ষণের বিষয়ে আমাকে ভিকটিম কোন কিছু জানায়নি। আমি বিকাল চারটার দিকে কলেজের দিকে যাচ্ছিলাম। তখন মানুষের মুখে শুনি প্রিন্সিপালের রুমে ছাত্রীকে আটকিয়ে রেখেছে। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছিল। তবে প্রিন্সিপালকে এলাকার কেউ আটক করেনি। পুলিশ এসে প্রিন্সিপালকে নিয়ে যায়।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই হামিদ রাজ বলেন, রাজাপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালকে স্থানীয়রা আটক করে। পরে আমরা সেখানে গিয়ে প্রিন্সিপালকে থানায় নিয়ে আসি।

 

স্থানীয়রা অধ্যক্ষকে কেন আটক করেছে এমন প্রশ্ন করা হলে তিনি তাড়াহুড়ো করে ফোন রেখে দেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এটি মেয়ে সংক্রান্ত ঘটনা। ভিকটিম তার জবানবন্দিতে বলেছে শরীরে হাত দিয়েছিল। তাই ধর্ষণ চেষ্টা মামলা হচ্ছে। যতটুক অপরাধ হয়েছে, সেটার মামলা হচ্ছে।

বিএনএনিউজ/ইমরান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ