15 C
আবহাওয়া
৮:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রা‌মের কাপাসগোলায় ওয়াসার পানি নিয়মিত সরবরাহ করার আহবান

চট্টগ্রা‌মের কাপাসগোলায় ওয়াসার পানি নিয়মিত সরবরাহ করার আহবান

চট্টগ্রা‌মের কাপাসগোলায় ওয়াসার পানি নিয়মিত সরবরাহ করার আহবান

বি এন এ, চট্টগ্রাম অ‌ফিস :কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ চট্টগ্রাম মহানগরের কোষাধ্যক্ষ, সাবেক কাউন্সিলর প্রার্থী, হাজী মুহাম্মদ সেলিম রহমান, করোনা মহামারী সময়ে পবিত্র মাহে রমজান মাসে চট্টগ্রাম ওয়াসা তার নিজ এলাকায় নিয়মিত পর্যাপ্ত পানি সরবরাহ না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

 

তিনি  বুধবার (২৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে বলেন গত রমজানের প্রথম দিন থেকে চকবাজার পশ্চিম কাপাসগোলা, টুপিওয়ালা পাড়া, মুকবুল সওদাগর লেইন, মুন্সিপুকুর পাড়, শরীফ বাড়ি, আকবর শাহ লেইন, পূর্ব কাপাসগোলা আবদুল হাকিম লেইন, দেরাজ মিয়া লেইন সহ গত দুই সপ্তাহ ধরে ওয়াসার পানি পর্যাপ্ত সরবরাহ নাই। যা অত্যন্ত দুঃখজনক। ফলে তীব্র গরমের দিনে এলাকার বাসিন্দাদের কে দেখা যায় রাতে কখন পানি আসবে সেহেরির সময় তারা রীতিমতো পালা বদল করে পাহারা দিয়ে অপেক্ষা করে মোটর দিয়ে পানি ধরার আশায়। ফলে গরমের দিনে এলাকার মানুষ জনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে করোনা মহামারির প্রকোপ অপরদিকে পর্যাপ্ত পানি সরবরাহ ক্ষেত্রে সংকট। অথচ রমজান মাসে পানি সরবরাহ নির্বিঘ্নে থাকবে বলে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ রমজানের শুরুতে ঘোষণা দিয়ে এলাকার জনসাধারণ কে জানিয়েছিলো। কিন্তু বাস্তবে চট্টগ্রাম ওয়াসার কর্মকাণ্ড ও প্রেক্ষাপট ভিন্ন। তিনি অচিরেই আগামী ৭২ ঘন্টার মধ্যে চকবাজারস্হ কাপাসগোলায় পানি সরবরাহ নিয়মিত ও স্বাভাবিক করার জোর দাবী জানান। এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যাথায় এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে মানববন্ধন, ওয়াসা ভবন ঘেরাও সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিবে বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞ‌প্তি

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত