33 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় চার্চে বোমা হামলা: ২ আত্মঘাতি নিহত

ইন্দোনেশিয়ায় চার্চে বোমা হামলা: ২ আত্মঘাতি নিহত

ইন্দোনেশিয়ায় ক্যাথলিক চার্চের বাইরে বোমা বিস্ফোরণ

বিএনএ বিশ্ব ডেস্ক:  ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাইয়েসি প্রদেশের একটি ক্যাথলিক চার্চের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার(২৮মার্চ) সকাল সাড়ে ১০টার দিকের এ ঘটনায় ২জন আত্মঘাতি নিহত ও ১৪জন আহত  হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর সিঙ্গাপুর স্ট্রেইটটাইমসের।

স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, মানুষের ছিন্নভিন্ন কিছু দেহ অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ক্যাথলিক চার্চের বাইরে থাকা একটি কার বিধ্বস্ত হয়েছে।

হতাহতদের ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছেন। দুজন মোটরসাইকেল আরোহী চার্চে প্রবেশের চেষ্টা করে। এ সময় চার্চের নিরাপত্তা রক্ষী তাদের বাধা দেন। সাথে সাথে এ বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ক্যাথলিক চার্চে প্রার্থনাকারীরা দরজা-জানালার ভাঙ্গা কাচের আঘাতে আহত হন। এ দিন সকালে খ্রীস্ট ধর্মালম্বীরা ইস্টার সানডের এক সপ্তাহ পূর্বে পাম সানডে পালন করছিল।

Update news: ২জন আত্মঘাতি নিহত এবং মোট ১৪ জন ঘটনায় আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪জন চার্চের স্টাফ ও ১০জন প্রার্থনাকারী।

বিএনএনিউজ২৪/এসজিএন

 

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ