28 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » বোয়ালখালী উপজেলার উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বোয়ালখালী উপজেলার উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান আনারস ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সোমবার (২৭ ফেব্রয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকি তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ১৬ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম মারা যাওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

বিএনএ/ বাবর

Total Viewed and Shared : 115 


শিরোনাম বিএনএ