29 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বগি রেখে চলে গেল ট্রেন

বগি রেখে চলে গেল ট্রেন


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিনের হুক ছিড়ে বগি রেখে কমিউটার ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রেনের যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেল। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁওয়ের মশাখালী ও কাওরাইদ স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। মশাখালী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি মশাখালী স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশনে কাছাকাছি গেলে ইঞ্জিনের হুক ছিড়ে বগি রেখে ইঞ্জিন চলে যায়। এই ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাত সাড়ে ৭ টার দিকে অপর একটি কমিউটার ট্রেনের বিচ্ছিন্ন ইঞ্জিন বগিগুলো মশাখালী স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল সচল হয়।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ