33 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় এক বাড়ি থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় এক বাড়ি থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

দক্ষিণ আফ্রিকা

বিএনএ: দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এমবোম্বেলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাদের উদ্ধার করা হয়।

পুমালাঙ্গা দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এ অঞ্চলটির সঙ্গে সোয়াজিল্যান্ড ও মোজাম্বিকের সীমানা রয়েছে।

পুমালাঙ্গা প্রদেশের বিশেষ টাস্কফোর্সের একটি টিম অভিযান চালিয়ে এসব অভিবাসী উদ্ধারের কথা জানায়। পাশাপাশি ৫২ বছর বয়সী একজন দালালকে আটকের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালার জানান, এহলানজেনি জেলা গোয়েন্দা দল সোমবার বিকালে দেশে পাচার করা হয়েছে বলে সন্দেহভাজন ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের অভিযুক্ত করা হয়েছে।

তিনি জানান, এসব অভিবাসীর এমবোম্বেলার বাইরে কামাগুতে একটি নির্দিষ্ট বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে তাদের তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশিকে পাওয়া যায়। অভিবাসীদের মোবাইল ফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা হয়েছিল। ফলে তাদের আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না।

বিএনএনিউজ/এ আর

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ