31 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পুতিনের শুভেচ্ছা

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পুতিনের শুভেচ্ছা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানালেন পুতিন

বিএনএ: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে।

ওই পেজে মো. শাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়ে পুতিনের একটি চিঠির উল্লেখ করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়া ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। আশা করি, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে আপনার বিভিন্ন কার্যক্রম রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেবে।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।’

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ