29 C
আবহাওয়া
১২:৫৩ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি আবু আলম চৌধুরী আর নেই

চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি আবু আলম চৌধুরী আর নেই

চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি ও চট্টগ্রাম সমিতি-ঢাকার হাসপাতাল কমিটির সম্মানিত চেয়ারম্যান আবু আলম চৌধুরী

চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি ও চট্টগ্রাম সমিতি-ঢাকার হাসপাতাল কমিটির সম্মানিত চেয়ারম্যান আবু আলম চৌধুরী সোমবার(২৭ ফেব্রুয়ারি ২০২৩)  রাত ১১টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

সমিতির প্রচার ও প্রকাশনা ইকবাল চৌধুরী মুকুল জানান,  তাঁর ১ম জানাযা আজ (২৮ ফেব্রু.) বাদ জোহর আবদুল হাকিম মেম্বার এর বাড়ী, পোপাদিয়া, নয়ারহাট, বোয়ালখালী, চট্টগ্রামে এবং ২য় জানাযা (১ মার্চ), বুধবার বাদ জোহর নিকুঞ্জ-১ জামে মসজিদ প্রাঙ্গণ, ঢাকায় অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশ

জনাব আবু আলম চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সভাপতি জনাব মোঃ জয়নুল আবেদীন জামাল ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদাত হোসেন হিরো।

শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম সমিতি-ঢাকার কার্যক্রম সম্প্রসারণ এবং সমিতির দায়িত্ব পালনে মরহুমের ত্যাগ কৃতজ্ঞার সাথে স্মরণ করেন।
বিএনএনিউজ২৪,জিএন

Total Viewed and Shared : 114 


শিরোনাম বিএনএ