33 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » লোহাগড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, (লোহাগড়া) চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত তরুণীর পরিবার থেকে জানা যায়, বাড়ির সবাই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় প্রতিবেশীরা। এঘটনায় নিহত তরুনীর বাবা খুলু মিয়ার দাবী, মেয়ে আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গাছে গলায় ওড়নায় প্যাঁচানো অবস্থায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আলামত সংগ্রহ করে প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ