34 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দেশে টিকা নিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ

দেশে টিকা নিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ

দেশে টিকা নিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ

বিএনএ, ঢাকা : দেশে এ পর্যন্ত ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন পুরুষ এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন নারী রয়েছেন।

এদিকে শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ৪২ লাখ ৩ হাজার ৮৩৫ জন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন এবং নারী ৫৩ হাজার ৭২ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৩৯৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ২০ হাজার ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ