বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাত থেকে মুক্তির তালিকায় থাকা বাকি ২৬ জিম্মির মধ্যে আটজন এরই মধ্যে নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির কাছ থেকে একটি তালিকা পাওয়ার পর ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। খবর বিবিসি।
ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত হিসাবে যে ৩৩ জন জিম্মি মুক্তি দেয়ার কথা ছিল, তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে বলে হামাসের কাছ থেকে তারা জানতে পেরেছে।
গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা ২৯০ জনেরও বেশি ফিলিস্তিনির বিনিময়ে ইসরায়েলের সাত নারীকে জীবিত মুক্ত করা হয়েছে। বাকি ২৬ জনের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলকে জানিয়েছে হামাস।
ফলে সামনের সপ্তাহ গুলোতে ১৮ জন জিম্মি মুক্তি পেতে যাচ্ছে বলে ইসরায়েলি একজন মুখপাত্র জানিয়েছেন।
এ বিষয়ে তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী