31 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পিরোজপুরে পলিথিনের বিনিময়ে শিশুরা পেল কম্বল

পিরোজপুরে পলিথিনের বিনিময়ে শিশুরা পেল কম্বল

পিরোজপুরে পলিথিনের বিনিময়ে শিশুরা পেল কম্বল

বিএনএ, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ ক্ষতিকারক পলিথিন জমা দিয়ে সমাজে পিছিয়ে পড়া শীতার্ত শিশুরা পেল কম্বল। স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন’ এর তরুণদের উদ্যোগে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার বড়মাছুয়া আশ্রায়ণের প্রায় অর্ধশতাধিক শীতার্ত শিশুদের মধ্যে পলিব্যাগের বিনিময়ে এ কম্বল উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল অভি, তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক মাছুম বিল্লাহ, নাসরুল, সোহেল ইসলাম, আবু হেনা রনি প্রমুখ।

আশ্রয়ণের বাসিন্দা বিপ্লব আকন বলেন, পলিথিনের বিনিময়ে কম্বল পেয়ে শিশুরা অনেক খুশি। পাশাপাশি আমরা পলিথিন ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি।

স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের পরিচালক আবদুল্লাহ আল অভি জানান, পরিবেশ সুরক্ষায় শিশুদের সচেতন করার লক্ষ্যে পলিব্যাগের বিনিময়ে কম্বল উপহার একটা সামাজিক সচেতনতামূলক প্রচার মাত্র। এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুরা পরিবেশ সুরক্ষায় সচেতন হবে। পলিথিন সংগ্রহের আগে শিশুদের মাঝে পরিবেশে পলিথিনের বিরূপ প্রভাব বিষয়ে সচেতন করা হয়। পরে শিশুরা গ্রামের পথেঘাটে ও বাড়িতে পরিত্যক্ত পলিথিন দলবদ্ধভাবে সংগ্রহ করে।

আশ্রয়ণের শিশু মো. মনির জানায়, আমাগো এলাকায় এবার অনেক শীত। আমরা দুই ভাই একটা কম্বল গায় দেতাম, এহন দুইজনার দুইডা কম্বল অইচে, আমরা পলিব্যাগ টোহাইয়া হেইয়া দিয়া কম্বল পাইয়া মেলা খুশি।

উদ্যোক্তা ও সংগঠনটির পরিচালক আবদুল্লাহ আল অভি জানান, পলিব্যাগ সংগ্রহের বিনিময়ে কম্বল উপহার মূলত সচেতনতামূলক পরিবেশ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের শিশুরা পরিবেশ সুরক্ষায় সচেতন হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ