বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করে বঙ্গবন্ধু নিবেদিত আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাহিত্য সংগঠন শব্দকুটির। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে টানা দেড়ঘণ্টা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করা হয়। শব্দকুটির ছাড়াও নোয়াখালী আবৃত্তি একাডেমি, অনিবার্ণ ৭১, সুবর্ণচর; কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ এবং ছন্দবৃত্ত, হাতিয়া এতে আবৃত্তি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ডিউ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য শওকত জাহান কনিকা, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সভাপতি করিমুল হক, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, অনিবার্ণ ৭১, সুবর্ণচরের সভাপতি মারজান বেগম, সাধারণ সম্পাদক রুম্পা ইয়াছমিন, ছন্দবৃত্ত, হাতিয়ার সভাপতি কামরুজ্জামান, শব্দকুটির, নোবিপ্রবির সংগঠক আবদুর রহিম বাদশা প্রমুখ।
বিএনএনিউজ/ শাফি/ এইচ.এম।
Total Viewed and Shared : 16