27 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কৃষি জমিতে পুকুর খননের দায়ে জরিমানা

কৃষি জমিতে পুকুর খননের দায়ে জরিমানা

কৃষি জমিতে পুকুর খননের দায়ে জরিমানা

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অনুমতি ছাড়াই কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে মাসুদ কবির নামের এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ এ জরিমানা করেন। অর্থদণ্ডাদেশ প্রাপ্ত মাসুদ কবির উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমিতে গভীর করে পুকুর খননের ফলে চারপাশের জমি ভেঙে যাচ্ছে। সবজি চাষের জমি সবজিসহ কিছু অংশ পুকুরে ধসে পড়েছে। মাটি কাটা বন্ধ করায় প্রশাসনের প্রতি সম্মান জানান ক্ষতিগ্রস্থসহ স্থানীয়রা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী জানতে পারি উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের কাজ চলছে। এবং চারপাশের জমি ভেঙে পড়ছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কৃষি জমিতে পুকুর খননের অপরাধে মাসুদ কবির নামের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ফসলি জমিতে পুকুর খনন করার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। যাচাই-বাছাইয়ের পর জেলা প্রশাসক অনুমোদন দিলে তবেই পুকুর খনন করা যাবে। এর বাইরে কেউ ফসলি জমিতে পুকুর খনন করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ইমরান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ