35 C
আবহাওয়া
১১:২৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় তিন সেনা নিহত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় তিন সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলে  বোমারু বিমানের এক ঘাঁটিতে  একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন জন নিহত হয়েছে। রোববার রাতে এ হামলা ঘটে বলে জানায় বিবিসি।

এঙ্গেলস বিমান ঘাঁটিটি রাশিয়ার সারাটভ অঞ্চলে এবং  ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ড্রোনটি গুলি করে ভূপাতিত করে – কিন্তু এর পড়তে থাকা  টুকরোগুলোর আঘাতে তিনজন সৈন্য নিহত হয়।  স্থানীয় সময় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ইউক্রেনের দিক থেকে প্রথমদিকে এ ব্যাপারে কোন মন্তব্য  করা হয়নি।

তবে পরে ইউক্রেনীয় বিমানবাহিনীর একজন মুখপাত্র  টিভিতে বলেন, যা ঘটেছে তা “রুশ আগ্রাসনের পরিণাম” এবং কেউ যদি মনে করে থাকে যে রাশিয়ার অনেক ভেতরে থাকা লোকজনের ওপর এ যুদ্ধের প্রভাব পড়বে না – তাহলে তা হবে গুরুতর ভুল।

রুশ-ইউক্রেন সীমান্ত থেকে ৩১০ মাইল দূরে এই বিমান ঘাঁটিটিতে রাশিয়ার দূর পাল্লার কৌশলগত বোমারু বিমানগুলো রাখা হয়  – যেগুলো দিয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র  চালানো হয়।

খবরে বলা হচ্ছে, তিন সপ্তাহ আগে এই একই বিমানঘাঁটিতে একটি ইউক্রেনীয় হামলা হয়েছিল। তখন এর  নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছিল – কাজেই সবশেষ এই আক্রমণ রাশিয়ার জন্য লজ্জার কারণ হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ