28 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » মহিষের গুঁতোয় আহত বদি (ভিডিও)

মহিষের গুঁতোয় আহত বদি (ভিডিও)

মহিষের লড়াই

বিএনএ, কক্সবাজার: মহিষের পায়ে পিষ্ট হয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কক্সবাজার-৪ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

রোববার (২৭ নভেম্বর) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় দুই যুবক রোববার মহিষের লড়াই আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বদি। এসময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত মহিষের তার দিকে ছুটে আসে এবং গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়।

YouTube player

এসময় মহিষের পায়ে পিষ্ট হয়ে আহত হন বদি। এরপর তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 117 


শিরোনাম বিএনএ