14 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চাঁদপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারা্ল তিন যুবক

চাঁদপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারা্ল তিন যুবক


বিএনএ, চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল ৩ জন। শনিবার(২৬ নভেম্বর) রাতে উপজেলার খাগুরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহি উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার রাত ৭টার সময় উপজেলা বেলতলী থেকে শান্ত মিয়াজী (২৫), মোঃ রাশেদ (২৪) ও তানভীর (২০) মোটরসাইকেল যোগে উপজেলার খাগুরিয়ার দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিন মোটরসাইকেল আরোহী ও ট্রলির হেলপার সেলিম মিয়া (৩০) গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী মো. রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকর মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ