33 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » কালো তালিকা ভুক্তিতে আমাদের মনোবলে প্রভাব পড়বে না-হিজবুল্লাহ মহাসচিব

কালো তালিকা ভুক্তিতে আমাদের মনোবলে প্রভাব পড়বে না-হিজবুল্লাহ মহাসচিব

কালোতালিকাভুক্তিতে আমাদের মনোবলে প্রভাব পড়বে না-হিজবুল্লাহ মহাসচিব

বিএনএ, বিশ্বডেস্ক :হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন,  কোন ধরনের চাপের মুখে হিজবুল্লাহ ইসরাইল-বিরোধী প্রতিরোধ থেকে সরে আসবে না। তার সংগঠনকে অস্ট্রেলিয়া সন্ত্রাসী সংগঠন হিসেবে যে কালোতালিকাভুক্ত করেছে তাতে সংগঠনের দৃঢ়তার ওপর কোনো প্রভাব পড়বে না।শুক্রবার(২৬ নভেম্বর) রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন,  যতদিন পর্যন্ত ইসরাইলের হুমকি থাকবে ততক্ষণ পর্যন্ত লেবাননের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষার জন্য হিজবুল্লাহ লড়াই অব্যাহত রাখবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুজ সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার দেশের অপরাধ আইন অনুযায়ী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বিএনএ/ ওজি

 

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ