16 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শেখ মোহাম্মদ পাড়ার মৃত আহমদুর রহমানের ছেলে এস এম আজিজুর রহমান খোকন (৩৬) ও কক্সবাজারের টেকনাফে সৈয়দ মুরাদের ছেলে সৈয়দ আলম (৩৩)।

এছাড়া আহত হয় কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু সিদ্দিকের ছেলে বোরহান উদ্দিন নাছির (৩২)। এদের মধ্যে খোকন ও নাছির মোটরসাইকেল আরোহী এবং আলম ট্রাক চালকের সহকারী ছিলেন বলে জানা যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার জানান, একটি ট্রাক পার্কি থেকে সড়কে ব্যাক দিয়ে তোলার সময় চট্টগ্রামমুখী একটি দ্রতগামী বাস এসে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়্যা আকবর গ্রেপ্তার

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ