23 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ইসলামি বইমেলা


বিএনএ, ঢাকা : পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। চলবে পুরো এক মাস।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এর আগে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

ইতোমধ্যে ইসলামি প্রকাশকদের মধ্যে স্টল বরাদ্দ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অনেকে বইয়ের পসরা সাজিয়ে বসেছেন। এই মেলা উপলক্ষে অনেকে নতুন বই প্রকাশ করেছেন। বুধবার মেলা উদ্বোধন হলেও পরদিন বৃহস্পতিবার থেকে মেলা পুরোদমে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ