24 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » অক্টোবরের মাঝামাঝিতেই খুলবে বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী

অক্টোবরের মাঝামাঝিতেই খুলবে বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী

অক্টোবরের মাঝামাঝিতেই খুলবে বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রী

বিএনএ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, আগামী অক্টোবরের মাঝামঝি সময়ে  মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে ।এ ছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শুক্রবার(২৭ আগস্ট) সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলা হয়- শতকরা আক্রান্ত ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। কিন্তু এমন পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

 

এর আগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলা যাবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একই বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বলবৎ থাকবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ