25 C
আবহাওয়া
৩:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » উত্তর কোরিয়া সফরে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু

উত্তর কোরিয়া সফরে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং পৌঁছেছে।

বুধবার (২৬ জুলাই) তারা দেশটিতে পৌঁছান। কোরিয়া যুদ্ধের অবসানের ৭০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতেই তাদের এ সফর।

একই অনুষ্ঠানে যোগ দিতে একটি চীনা প্রতিনিধিদলও বুধবারের আরো পরের দিকে উত্তর কোরিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এ বার্ষিকীর দিনটি উত্তর কোরিয়ায় বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং এ উপলক্ষে পিয়ং ইয়ং এ বিশাল সামরিক কুচকাওয়াজ হয়ে থাকে।

কোভিড মহামারির বিস্তার ঠেকাতে ২০২০ সালে উত্তর কোরিয়া তাদের সীমান্ত ও সবরকম বৈদেশিক কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এর পর এই প্রথম এ ধরনের সফর হচ্ছে।

তবে এ সফরের মধ্যে দিয়ে পিয়ং ইয়ং এর সীমান্ত নীতির কোন পরিবর্তন সূচিত হচ্ছে কিনা তা স্পষ্ট নয়।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ