15 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » নবগঠিত উপজেলা ঈদগাঁও বাজার পানিতে সয়লাব

নবগঠিত উপজেলা ঈদগাঁও বাজার পানিতে সয়লাব

নবগঠিত উপজেলা ঈদগাঁও বাজার

ঈদগাঁও(কক্সবাজার) :  পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়ে পড়েছে ঈদগাঁও বাজার। বাঁধ দিয়ে পানি রক্ষার চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে প্লাবিত হয়ে পড়ে দক্ষিণ চট্রলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান সড়কসহ অলিগলি। ব্যবসায়ীদের দুর্ভোগ চোখে পড়ার মত। লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায়।

পরিদর্শনে দেখা যায়, ঈদগাঁও ভূমি অফিস, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়েছে। হাঁটু পানি পেরিয়ে লোকজন চলাচল করছেন বহু কষ্টের বিনিময়ে। ঈদগাঁও বাজারের কাঁচাবাজার হাসপাতাল সড়ক, তেলীপাড়া, চাউল বাজার, কাপড়ের গলি, মাছ বাজার, স্বর্ণ পল্লীর গলি হাটু পরিমান পানিতে সয়লাব। বহু ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি মুখি হচ্ছেন।

No description available.

এদিকে পোকখালীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ সময় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট এলাকার লোকজন উপস্থিত ছিলেন। অন্যদিকে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চাওয়া হয়েছে। জালালাবাদে ক্ষতিগ্রস্ত সড়ক ও বেড়িবাঁধ পুনঃ নির্মাণ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

বিএনএ বাংলানিউজ, মোঃ রেজাউল করিম

Loading


শিরোনাম বিএনএ