25 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লকডাউন না মানায় রাজধানীতে গ্রেফতার ৫৫৫

লকডাউন না মানায় রাজধানীতে গ্রেফতার ৫৫৫

লকডাউন

বিএনএ, ঢাকা : লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ না মানায় রাজধানী হতে ৫৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে ২৩৬ জনের ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিপরীতে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (২৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

ইফতেখায়রুল ইসলাম জানান, এ দফায় কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৫৫৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে। এদিন বিধি-নিষেধ অমান্য করায় ৪৯৭ টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ