22 C
আবহাওয়া
৮:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মোহাম্মদ মুসা (২৭) নামে এক সিএনজি  অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ২৬ জুলাই) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারের দক্ষিণ পাশে খাজা গাউছিয়া মার্কেট প্রকাশ আন্ডা মার্কেটের পাশে একটি কলোনি হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মুসা মিরেরসরাই কালা মিয়া হাজির বাড়ির মোহাম্মদ ফারুক আহমদের পুত্র।

ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এসআই নাজমুল হক বলেন, খবর পেয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ