28 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীমঙ্গলে অস্ত্র-মাদকসহ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

শ্রীমঙ্গলে অস্ত্র-মাদকসহ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার


বিএনএ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের পরিত্যক্ত একটি বাড়ি থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দেলোয়ার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

সোমবার (২৭ মে) দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব সদর দপ্তরের লিগেল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে দেলোয়ার হোসেন তার সহযোগিদের নিয়ে মাদক সেবন করছে এমন খবরের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দেলোয়ার হোসেনকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বেশকিছু মাদকদ্রব্যসহ আটক করে। তবে তার সহযোগিরা পালিয়ে যায়। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর পরিচালক উইং কমান্ডার মো. মোমিনুল হক, শ্রীমঙ্গল র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিত নাফিজসহ অন্যান্যরা।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ