29 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৩
Bnanews24.com
Home » আজ ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

আজ ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

ফেঙ্গী

বিএনএ ডেস্ক, ঢাকা: চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি একদিনের সফরে ঢাকায় আসছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) এ সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সবশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।

নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ