33 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » রাজধানীতে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

রাজধানীতে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪


বিএনএ, ঢাকা: রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দির এলাকায় সুইপার কলোনিতে আগুনের ঘটনায় দগ্ধ হয়েছে চারজন।রোববার(২৬ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এ  আগুন লাগে।

এদের মধ্যে তিন জনের অবস্হা আশংকাজন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। দগ্ধরা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।

সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া জানান, চার জনের মধ্যে তিন জনের অবস্হা আশংকাজন। তবে কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। জানতে পারি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে ।

বিএনএ/ আজিজুল, ওজি

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ