বিএনএ ডেস্ক:মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত টমেন ত্রিপুরা ওই গ্রামের নতুন প্রণবমঠের সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন।
কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। কিশোরীর মা শুক্রবার (২৬ মার্চ) রাতে মাদারীপুর সদর থানায় মামলা করেছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, খাগড়াছড়ির উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুরার ছেলে টমেন ত্রিপুরা। তিনি কলাগাছিয়া গ্রামের নতুন প্রণবমঠে সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন। কাজের স্বার্থে তিনি মঠের পাশে টিনের ঘরে বসবাস করতেন। ৫ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনার পর কিশোরী তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর টমেন ত্রিপুরা পালিয়ে গেছেন।
কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। মামলা করার পর থেকে এলাকার প্রভাবশালীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। জানি না আমি এর বিচার পাব কি না।’
Total Viewed and Shared : 18