32 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » শিল্পী নমিতা ঘোষ আর নেই

শিল্পী নমিতা ঘোষ আর নেই

শিল্পী নমিতা ঘোষ আর নেই

বিএনএ, ঢাকা : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিল্পী নমিতা ঘোষের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন কবিতা ঘোষ।

শনিবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে। তার শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কবিতা।

এরআগে গত ১৬ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

শিল্পীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান কবিতা ঘোষ।

সবশেষ গত ১২ মার্চ নমিতা ঘোষ বাংলাদেশ টেলিভিশনের এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ