31 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভয়াবহ দুর্ঘটনায় ঝরলো এক পরিবারের ৫ প্রাণ

ভয়াবহ দুর্ঘটনায় ঝরলো এক পরিবারের ৫ প্রাণ


বিএনএ ডেস্ক:রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ত্রিমুখি সংঘর্ষে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে একই পরিবারের পাঁচ জন সদস্য রয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালি থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এক পরিবারে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন ওই পরিবারের সদস্য নূর মোহাম্মদ। তিনি রাজশাহীতে সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত রয়েছেন।

নূর মোহাম্মদ বলেন, ‘পীরগঞ্জের বড় মজিদপুর এলাকায় আমার সেজো বোন নাজমা খাতুন পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। কিছুদিন আগে রাজশাহী বেড়াতে আসবেন বলে জানান। পীরগঞ্জ থেকে রওনা হওয়ার পর নাটোরে এসেও আমাকে ফোন করেছে। কিন্তু পথেই ঘটে গেলো এই ভয়াবহ দুর্ঘটনা।’

নিহতরা হলেন- নূর মোহাম্মদের দুলাভাই ফুলমিয়া (৩৫), স্ত্রী মোসা. নাজমা খাতুন, (২৮), ছেলে ফয়সাল আহম্মেদ (১৩), মেয়ে মোসা. ছামিহা (৮) ও মোসা. সুমাইয়া (৪)। নিহত ফুলমিয়া ব্যবসায়ী ছিলেন।

ঘটনাস্থলে এসে কাউকে জীবিত পাননি নূর মোহাম্মদ। সবাই পুড়ে ছাই হয়ে গেছেন। এই দুর্ঘটনায় চালকসহ মোট ১৭ জন মারা গেছেন। লাশগুলো রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ