বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এর পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত।
অধ্যাপক খলিলুর রহমান বলেন, নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের ৪৫৭ জন সদস্য ভোট প্রদান করেছেন। সর্বোচ্চ ২৭৪ ভোট পেয়ে আহ্বায়ক পদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৭২ ভোট পেয়েছেন ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. আবু বকর মো. ইসমাইল। ইংরেজি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আহ্বায়ক নির্বাচিত হয়ে আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ নিউজ এজেন্সিকে (বিএনএ) বলেন, “আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন সকলকে ধন্যবাদ জানাই। নতুন এই স্টিয়ারিং কমিটি ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবে। যারা নতুন কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের জন্যও শুভেচ্ছা।
এছাড়া ২০টি সদস্য পদের মধ্যে বিজয়ীরা হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. জাহানুর রহমান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহা. রেজাউল করিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. বাবুল ইসলাম। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ.এইচ.এম. কামরুল আহসান, আইন বিভাগের অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শাহরিয়ার জামান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সালাহ্ উদ্দিন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক মো. রোকনুজ্জামান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ। ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইবনে ওয়াহিদ, বাংলা বিভাগে অধ্যাপক মিজানুর রহমান খান, গণিত বিভাগের অধ্যাপক নাসিমা আখতার, ইতিহাস বিভাগের অধ্যাপক শায়খুল ইসলাম মামুন জিয়াদ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. এক্সাম উল্লাহ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. এনায়েত হোসেন।
বিএনএ/সাকিব, বিএম