19 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » সবুজবাগে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

সবুজবাগে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর সবুজবাগের মানিক দিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোরহাব হোসেন পাথর ও বালুর ব্যবসা করতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সবুজবাগের মানিকদিয়া এলাকায় সোহরাব হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় সিটকে পড়লে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে রাস্তার ওপর থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সোহরাব পাথর ও বালুর ব্যবসা করতেন। তার বাসা সবুজবাগের সিমরাইল এলাকায়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল হাকিম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ