14 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

জেলেনস্কি

বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির যৌথ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল অ্যাডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালভকে বরখাস্ত করেছেন। সিএনএনের খবরে বলা হয়, রোববার এক আদেশে ইউক্রেনের প্রেসিডেন্ট এ ঘোষণা করেন।তবে এই পদক্ষেপ নেওয়ার পেছনে কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি।

বরখাস্ত কমান্ডার গত মার্চে এই পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল ওলেক্সান্ডার পাভলিউকয়ের স্থলাভিষিক্ত সামরিক প্রশাসনের প্রধান নিযুক্ত হন।ওই সেনা কর্মকর্তা ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত ছিলেন।

রয়টার্স বলছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর মার্চ মাস থেকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ওই পদে দায়িত্বপালন করছিলেন মোসকালিভ। এছাড়া যৌথ বাহিনীর ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থেকে মোসকালিভকে বরখাস্তের বিষয়ে কোনও কথা উল্লেখ করা হয়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ