27 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » করোনা আপডেট: আরও প্রাণ গেল ১২০৬ জনের

করোনা আপডেট: আরও প্রাণ গেল ১২০৬ জনের


বিএনএ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও এক হাজার ২০৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন এক লাখ ৯২ হাজার ৩৯১ জন । এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৪ হাজার ৬৭১ জনে। মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ৭০৫ জনে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৮৮৫ জন এবং মারা গেছেন ৪১০ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ২০৯ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৮২ জন।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৪০ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২৬ জন। একই সময়ে মেক্সিকোতে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৭১ জন।

তাইওয়ানে একদিনে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৪ জন এবং মারা গেছেন ২১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৪ হাজার ১৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ১৮৯ জনের।

গত ২৪ ঘণ্টায় হংকংয়ে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ২৮ জন। একই সময়ে চিলিতে শনাক্ত হয়েছেন ২ হাজার ২১৬ জন এবং মারা গেছেন ৩৮ জন।
বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 153 


শিরোনাম বিএনএ