16 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল

বিএনএ ডেস্ক : ঘন কুয়াশার কারণে ৬ ঘন্টা বন্ধ থাকার পর  বুধবার সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।মঙ্গলবার(২৬ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান,গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় প্রান্তে নৈশকোচসহ কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ