37 C
আবহাওয়া
৬:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন যুদ্ধের ইতি টানতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে প্রস্তুত রাশিয়া: পুতিন

পুতিন

বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেন যুদ্ধে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অভিযোগ করেন, মস্কো চাইলেও কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা আলোচনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রকাশিত হয়। রুশ বাহিনী গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরু করে। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাত শুরু হয় ইউরোপে।

ক্রেমলিন বলেছে, তাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। অন্যদিকে কিয়েভ বলছে, ইউক্রেনের মাটি থেকে প্রত্যেক রুশ সেনাকে বিদায় করার আগ পর্যন্ত তারা থামবে না। শুধু তাই নয়, ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে কেড়ে নেয়া ক্রিমিয়া অঞ্চলও ফেরত চাইছে কিয়েভ।

রাশিয়া-১ নামের রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের ওই সাক্ষাৎকারটি প্রচারিত হয়। এতে তিনি বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে এটি তাদের ওপর নির্ভর করছে। আমরা কখনোই আলোচনায় বসতে নিষেধ করিনি।’

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস চলতি মাসে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বেশির ভাগ দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে শেষ হলেও যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টিকে সিআইএ এখনো অতটা গুরুত্বপূর্ণ মনে করছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলছেন, ‘পুতিনকে বাস্তবে ফিরে আসতে হবে। তাকে এটি স্বীকার করতে হবে যে, রাশিয়াই কোনো আলোচনা চায় না।’

টুইটারে পোদোলিয়াক লিখেছেন, ‘রাশিয়া এককভাবে ইউক্রেনে আক্রমণ করেছে এবং দেশটির নাগরিকদের হত্যা করছে। রাশিয়া আলোচনা চায় না, তারা দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ