17 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে নানা আয়োজনে ‘নবান্ন উৎসব’

কুবিতে নানা আয়োজনে ‘নবান্ন উৎসব’

কুবিতে নানা আয়োজনে 'নবান্ন উৎসব'

বিএনএ, কুবিঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এর আয়োজনে ‘নবান্ন উৎসব ‘১৪২৮’ পালন করা হয়ছে৷রোববার (২৬ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নানা আয়োজনের মাধ্যমে উৎসবটি পালিত হয়।

এসময় সহযোগী সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংঠন ‘অনুপ্রাস’ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ডদল ‘প্লাটফর্ম’ তারা তাদের পরিবেশনা করেন।অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির , ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পিঠা উৎসব হয়৷ সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসব উপভোগ করেন৷

বিএনএ/ হাবিবুর রহমান হাবিব. ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার